
তাহসানের ভক্তের অবাক কাণ্ড, আঁকলেন ৭২০০ ছবি
অনলাইন ডেস্ক: কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের রয়েছে দেশ-বিদেশে অসংখ্য ভক্ত। এবার তাহসানের এক পাগল ভক্তের খোঁজ মিললো। জনপ্রিয় গায়কের এক ভক্ত এক বছরে তার ৭ হাজার ২০০ ছবি এঁকেছেন। সময় পেলেই তাহসানের ছবি আঁকেন রাকিব সান নামের সেই ভক্ত। মাঝে মধ্যে ফেসবুকে তাহসানের সেইসব ছবিও পোস্ট করেন তিনি। রাকিবের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরে। তবে জন্ম জার্মানিতে।…