সিলেটে ডাবল মার্ডার রহস্য: এ যেন ‘ক্রাইম থ্রিলার’
কৌশল অবলম্বন করেও পার পায়নি ঘাতকরা। একদিনের মধ্যেই ‘ডাবল মার্ডার (জোড়া খুন)’ রহস্য উদঘাটন করেছে সিলেট মহানগর পুলিশ। ঘাতকদেরও ধরা হয়েছে। অভিযুক্ত ঘাতকরা স্বীকারোক্তিও দিয়েছেন আদালতে। যেভাবে খুনের ঘটনা ঘটেছে, যেভাবে খুনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে এবং পুলিশ যেভাবে রহস্য উন্মোচন করেছে, তা কোনো ‘ক্রাইম থ্রিলার’ সিনেমার কাহিনীর চেয়ে কোনো অংশে কম নয়! গেল শুক্রবার…