দিতির কণ্ঠে আনন্দের গান
ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন দিতি সরকার গাইলেন আনন্দের গান। ‘প্রেমের মানুষ’ শিরোনামের গানটি প্রকাশ করেছে গানকুটির ইউটিউব চ্যানেল। ‘মনটারে যখন বান্ধিলিরে পরান রাখিয়া, যাওয়ার কি আর সাধ্য আছে তোরে ছাড়িয়া’ কথার এই গানটি লিখেছেন তারেক আনন্দ। গানটির সুর-সংগীত করেছেন সজীব দাস। কণ্ঠশিল্পী দিতি সরকার বলেন, ‘আমার খুব বেশি মৌলিক গান প্রকাশ হয়নি। এ গানটি ক্যারিয়ারে নতুন…