
দিজোঁকে গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপের সেমিতে পিএসজি
দিজোঁকে গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করলো পিএসজি। বুধবার রাতে দিজোঁর মাঠে ৬-১ গোলের বড় জয় পেয়েছে টমাস টুখেলের দল। ম্যাচের প্রথম মিনিটেই ভেসলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ১৩ মিনিটে দিজোঁর পক্ষে একমাত্র গোলটি করে সমতা আনেন মুনির। ৪৪তম মিনিটে গোল করে পিএসজিকে আবার এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে গোলের…