
সিলেট জেলার গোলাপগঞ্জে হিন্দু বাড়িতে হামলা
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেট জেলার গোলাপগঞ্জস্থ ঘোষগাঁও গ্রামে খাদিমুল ইসলাম মাদানিয়া মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মহাফিল চলাকালিন একজন বক্তা হিন্দু ধর্মের মূর্তি পূজা নিয়ে কটুকাব্য সহ অহেতুক ভাষায় গালি গালাজ করেন। বক্তার বক্তব্য শুনে স্থানীয় হিন্দু জন সাধারণ বর্তমান ইউপি ৭ ওয়ার্ড সদস্য মানিক মিয়া সহ গুণ্যমান্য ব্যক্তিদের অবগত করেন বিকাল ৫টায়। কিন্তু সন্ধ্যাপর ওয়াজ মহাফিল…