করোনায় আক্রান্ত চীনা নাগরিক ভেবে ভারতীয়কে বেধড়ক মারধর
অনলাইন ডেস্ক: নেই মেনসে নামে এক আদিবাসী গোষ্ঠীর সদস্য আম শালেম সিংসন (২৮)। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। গত তিন বছর আগে গিয়েছিলেন ইজরায়েলে।সাম্প্রতিক সেখানে বেধড়ক মারধরের শিকার হয়েছেন তিনি। কারণ, করোনাভাইরাস। চেহারা চীনাদের মতো হওয়ায় এই বিদ্বেষের শিকার তিনি। অহেতুক কোনো কারণে নয়, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ছড়িয়েছে ইজরায়েলেও। যে কারণে মারধরের…