প্রিয়জনরা দূরে, মানসিক চাপ বাড়ছে বয়োবৃদ্ধদের
অনলাইন ডেস্ক: দীপিকা রূদ্র। ষাটোর্ধ্ব এই নারী থাকেন মাগুরায়। তার দুই ছেলেমেয়ে চাকরির সুবাদে থাকেন ঢাকায়। গত ছয় মাসেও তিনি ছেলেমেয়ে বা নাতি-নাতনির সঙ্গে দেখা করতে পারেননি। প্রযুক্তির সহায়তায় ভিডিওকলে কথা বললেও মানসিকভাবে স্বস্তি পাচ্ছেন না এই নারী। প্রিয় নাতি বা নাতনিকে জড়িয়ে ধরে চুমু খাবেন—এতেই তো শান্তি! কিন্তু করোনা ভাইরাস এই নারীকে তার প্রিয়জন…