বিতর্কের মাঝেই ‘সড়ক ২’ ছবির ট্রেলার, সঞ্জয় দত্তের বাজিমাত
অবশেষে হাজারো বিতর্কের মাঝেই মুক্তি পেল ‘সড়ক ২’ সিনেমার ট্রেলার। নব্বইয়ের দশকের ছবি ‘সড়ক’ সিনেমার আমেজ রেখেই সিক্যুয়েল গড়েছেন পরিচালক মহেশ ভাট। অবশ্য মুক্তি পাওয়া ট্রেলারেই মিলেছে তার ইঙ্গিত। দু’দশক আগের সেই ছবির কাহিনি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে ‘সড়ক ২’র গল্প। ট্রেলারেই বাজিমাত করলেন সঞ্জয় দত্ত। পূর্বের কাহিনীতে প্রেমিকার মৃত্যুর পর বেঁচে…