ধর্ষণ এক গুরুতর সামাজিক ব্যাধি
দিলীপ রায়: ধর্ষণ কী? সাধারণভাবে কারও ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কার্যে অংশ নিলে তাকে ধর্ষণ বলে। তবে এখানেই ধর্ষণের সংজ্ঞা পূর্ণতা পায় না। কেউ নাবালক কিংবা নাবালিকা হলে তার ইচ্ছেতে যৌনমিলন ঘটলেও সেটি ধর্ষণ। এছাড়া ঔষধ দিয়ে কারও চিন্তা শক্তির লোপ ঘটিয়ে যৌনমিলনকেও ধর্ষণ বলে। বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন মিলনকেও ধর্ষণের আওতায় আনা হয়। সেই…