সুনামগঞ্জে শিশু হত্যা : অভিযুক্ত ফারুক তিনদিনের রিমান্ডে
সুনামগঞ্জ শহরের হাসন নগরে পাথর দিয়ে মাথা থেঁতলে চার বছরের শিশু এনামুল হক মুসা হত্যার ঘটনায় আসামি আব্দুল হালিম ওরফে ওমর ফারুককে(২৮)কে তিনদিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আসামিকে সুনামগঞ্জ চিফ জূডিশিয়াল আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-ই এলাহী’র আদালতে তুলা হলে তিনি এ আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর সেলিম নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে নিউজ বাংলাকে…