কোভিড-১৯:বিদেশ যাত্রীদের করোনা টেস্টের অনুমোদন পেল সীমান্তিক
বিদেশ গননেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ টেস্ট করে সনদ প্রদানের অনুমোদন পেয়েছে সীমান্তিক প্যাথলজি ও ডায়াগনষ্টিক সেন্টার। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানান। স্মারকে- সর্বোচ্চ ৩ হাজার ফি গ্রহণ করে করোনা সনদ দেয়ার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি কোন বিমান সংস্থার সাথে কোভিড-১৯ সনদ প্রদানের…