
সিলেটে বজ্রপাতে বাবা ছেলে সহ মৃত্যু ৭
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউনিয়নের পুরান কালারুকার পূর্ব উত্তরপাড়ার শমসের আলী ও তার ছেলে ছয়ফুল আহমদ। ছয়ফুল বয়সের দিক দিয়ে শিশু ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে কালারুকা পশ্চিম হাওরে (উনাখাওরি বিল) ধান কাটতে যান শমসের আলী ও…