
মহামারীর আকার নিতে পারে করোনা, ১১ মাস আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন উহানের গবেষক
বেজিং: আমেরিকা বারবার বলছে, চিনের ল্যাবরেটরি থেকে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আর সেই তথ্য লুকোচ্ছে চিন। বেজিং-এর তরফে এই দাবি অস্বীকার করা হলেও প্রায় এক বছর আগে এই ভাইরাস নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন উহানের ওই ল্যাবরেটরির এক গবেষক। উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির অন্যতম প্রধান গবেষক শি ঝেংলি এই আশঙ্কার কথা জানিয়েছিলেন। ১১ মাস আগেই সতর্ক…