
লকডাউনে ‘খাদ্যাভাব’, কিং-কোবরা শিকার করে খাবার বানালেন শিকারীরা
অমরাবতী: নৃশংস, নির্মম বললেও বুঝি কম বলা হয়। অরুণাচলের জঙ্গলে খাবার জন্য মেরে ফেলা হল একটি কিং কোবরা সাপ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ৩ জন শিকারী একটি বিষধর সাপকে মেরে নিজেদের কাঁধে ফেলে রেখেছে। ভিডীওতে শোনা যাচ্ছে, জঙ্গলের মধ্যে ওই সাপটিকে মারা হয়েছে। সেই সাপটিকে মারার পর সেটিকে পরিষ্কার করার জন্য…