লালমনিরহাটে করোনায় ১ম ও ২য় আক্রান্ত পিতা-পুত্র এখন সুস্থ আগামী কাল বাড়ি যাবেন
লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জ ফেরত শ্রমিক কামরুল ইসলাম ও তার সংস্পর্শে আসা তার ৭ বছরের পুত্র সালমান হোসেন এখন সুস্থ। দুই জনে সদর হাসপাতালে চিকিৎসা গ্রহনের পর তাদের নতুন রিপোর্ট নেগেটিপ এসেছে। ফলে তারা হাসপাতাল থেকে কাল শনিবার বা রোববার বাড়ি যেতে পারে। লালমনিরহাট সিভিল সার্জন হেল্প ডেস্ক সুত্রে জানা গেছে,…