
এর কামড়ে মৃত্যুও হতে পারে, করোনা আতঙ্কের মাঝেই হাজির প্রাণঘাতী ভীমরুল
করোনা সংক্রমণে সাংঘাতিক অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে। গোটা দেশ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে নিস্তার কবে, তা কারোর জানা নেই। এরই মধ্যে নতুন এক আতঙ্কের আবির্ভাব হল ওয়াশিংটনে। তার নাম মার্ডার হর্নেট, যাকে বাংলায় বলা যায় প্রাণঘাতী ভীমরূল। সম্প্রতি এই জায়ান্ট হর্নেট পাওয়া গিয়েছে ওয়াশিংটনে। ২ ইঞ্চি লম্বা এই এশিয়ান পোকা পাওয়ার পর থেকে…