করোনা আক্রান্ত আরও এক, হুলস্থুল কাণ্ড হোয়াইট হাউস জুড়ে
ওয়াশিংটন: ফের হোয়াইট হাউসে করোনা আক্রান্তের হদিশ মিলল। এবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সহযোগী আক্রান্ত হলেন মারণ ভাইরাসে। এর ঠিক আগেই হোহাইট হাউসে কর্মরত মার্কিন নেভির এক সদস্যের শরীরে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এরপরই পেন্সের সহযোগী তথা প্রেস সেক্রেটারি কেটো মিলার আক্রান্ত করোনায়। এই মহিলার স্বামী আবার ট্রাম্পের সহযোগী ফলে হোয়াইটসে রীতিমত আতঙ্ক।…