
বিরাটের নোটবুক সেলিব্রেশনের স্মৃতিচারণায় উইলিয়ামস
২০১৭ জামাইকায় বিরাট কোহলিকে আউটের পর নোটবুক সেলিব্রেশন করে আগুনে ঘৃতাহুতি দিয়েছিলেন কেসরিক উইলিয়ামস। যার পালটা তাঁকে ২০১৯ হায়দরাবাদে সুদে-আসলে ফিরিয়ে দিয়েছিলেন বিরাট। সম্প্রতি বহু চর্চিত সেই নোটবুক সেলিব্রেশনের স্মৃতিচারণ করলেন উইন্ডিজ পেসা ২০১৯ তাঁকে কোহলির নোটবুক সেলিব্রেশন ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে উইলিয়ামস বলেন, আমি ওকে শান্ত করার জন্য কিছু কথা বলেছিলাম তবে দুর্ভাগ্যের বিষয় পুরো…