
করোনাকালে ‘মানবিকযোদ্ধা’র গল্প
চায়নায় তৈরি মেডেলটি দেখতে ভারি সুন্দর। ৬৫ মিলিমিটার ব্যাস আর ৫ মিলিমিটার পুরু মেডেলটির একদিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশ নিয়ে কৃষকদের ব্যস্ততার চিত্র আর অন্যদিকে শহীদ মিনারের চিত্র খুদিত। সাথে ইংলিশ অলিম্পিয়াডের লোগোও আছে। মাহরুফা কামালের নকশাকৃত এ ধরনের মেডেল বাংলাদেশে কোনো অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথমবারের মতো দেওয়া হয়েছিল। নান্দনিক মেডেলটি কেইবা হাতছাড়া করতে চাইবে! কিন্তু…