
কর্মীদের মনোবল বাড়াতে এক ধাক্কায় অনেকটাই বাড়ল বেতন
মুম্বাই : স্রোতের মুখে সাঁতার দিচ্ছে এখন এশিয়ান পেইন্টস। যেখানে বেশিরভাগ সংস্থা চাহিদার অভাবে কর্মীদের ছাঁটাই অথবা বেতন কাটা কথা ভাবছে অথবা দাবি জানাচ্ছে সেখানে একেবারে উল্টো পথে হেটে দেশের সর্ববৃহৎ রঙের সংস্থা কর্মীদের মনোবল বাড়াতে বেতন বৃদ্ধি করছে। একটি সর্বভারতীয় সংবাদপত্র এমনই প্রতিবেদন বের হয়েছে। সংস্থার বিপণন ব্যবস্থাকে নানাভাবে সহায়তা করছে, যার মধ্যে…