বিশ্ব পরিবেশ দিবসে “লাইফ শেয়ার” এর বৃক্ষরোপণ
ফখর উদ্দিনঃ এসো সবুজে সবুজে পৃথিবী গড়ি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি। স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে লাইফ শেয়ারের এর গ্রীণ ওয়ার্ল্ড ডিপার্টমেন্টের আয়োজন “বৃক্ষরোপণ অভিযান-২০২০”। প্রতি বছরের ন্যায় এবারো তারা বাজারে ও রাস্থায় রাস্থায় চারগাছ রোপণ করবে। কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে (৫ মে শুক্রবার) দোয়ারা বাজার উপজেলার নরসিপুরের গরুর বাজারে স্বাস্থ্য…