
ছড়ারপারে বাসা দখল নয়, আসামী ধরতে অভিযান
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর ছড়ারপারে বাসা দখলের অভিযোগের ভিন্নচিত্র পাওয়া গেছে। মূলত এটা ছিল পুলিশ-জনতা কর্তৃক মাদকহাট উচ্ছেদ ও পলাতক আসামী গ্রেপ্তার আভিযান। এটাকে ভিন্নখাতে প্রবাহিত করতে বাসা দখলের অভিযোগ প্রচার করা হয়েছে। সরে জমিন অনুসন্ধানে এমন চিত্র ফুটে ওঠেছে। জানা গেছে, নগরীর ছড়ারপার মসজিদ সংলগ্ন কথিত বাগিছা কলোনীর মালিক একজন প্রবাসী এবং একই…