
নারীকে আমরা কতটুকু নিরাপদ রেখেছি?
সানজীদুল আলম সজীব : নারীকে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছি? কতটুকুই বা নিরাপদ রেখেছি? কেমনই বা নারীর অধিকার রক্ষায় সচেষ্ট হয়েছি? আজ ৮ মার্চ, বিশ্ব নারী দিবসে এমন হাজারো প্রশ্নের উত্তরের খোঁজ করতে গিয়ে বার বার ব্যর্থ হচ্ছিলাম। নারী দিবসে প্রতি বছরই সেমিনার, ওয়ার্কশপ থেকে শুরু করে নানা ধরনের সচেতনতা মূলক কর্যক্রম পরিলক্ষিত হয়। তবে বার…