সঞ্জুর মহাকাব্যিক লড়াই ব্যর্থ করে থ্রিলার জয় পঞ্জাব কিংসের
মুম্বই: দুই অধিনায়কের ধুন্ধুমার ব্যাটিং’য়ের সাক্ষী থাকল মুম্বই’য়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। শতরানের ঝংকারে রাহুলকে পিছনে ফেললেও রাজস্থানকে রয়্যালসকে অল্পের জন্য স্মরণীয় জয় উপহার দিতে ব্যর্থ হলেন নব নির্বাচিত অধিনায়ক সঞ্জু স্যামসন। ২২২ রান তাড়া করতে নেমে তাঁর বিস্ফোরক ১১৯ রান বৃথা গেল। রয়্যালসদের ৪ রানে হারাল পঞ্জাব। ওয়াংখেড়েতে এদিন টস জিতে প্রথমে পঞ্জাব কিংসকে ব্যাটিং’য়ে আমন্ত্রণ…