
পিঠে অক্সিজেন নিয়ে করোনা রোগী মা-কে বাঁচাতে বাইক ছোটাল ছেলে
লকডাউনের মাঝে সব সময় গাড়ি পাওয়া যায় না। অ্যাম্বুলেন্স মেলেনি। এদিকে মা করোনা আক্রান্ত। বেশি শ্বাসকষ্ট শুরু হওয়ায় পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মা কে বাইকে বসিয়ে হাসপাতালে পৌঁছলেন ছেলে। ঘটনা বরিশালের। ছবি হয়েছে ভাইরাল। জানা গিয়েছে, ওই বাইক চালকের নাম জিয়াউল হাসান। তিনি বরিশালের ঝালকাঠি জেলার নলসিটি শহরের বাসিন্দা ও ব্যাংকের কর্মচারি। তাঁর মা রেহানা…