বদরগঞ্জে বৃদ্ধাশ্রমের বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ডু নেশনস
রংপুরের ১৬ জন বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ডু নেশনস। রংপুরের বদরগঞ্জে গ্লোরি ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত বৃদ্ধাশ্রমের মায়েদের ১ মাসের খাবারের ব্যয়ভারের দায়িত্ব নেন ডু নেশনস। শনিবার গ্লোরি ফাউন্ডেশনের প্রধান নির্বাহি মারুফ কেইনের হাতে ডু নেশনস পক্ষে একমাসের খরচের টাকা তুলে দেন ফ্লোরা পাহান। এসময় উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলে মানবতার ফেরিওয়ালা খ্যাত মাহতাব লিটন। দেশের বিশিষ্ট…