
একগুঁয়ে মানুষের সঙ্গে সম্পর্ক…সামলাবেন কীভাবে
জীবনে চলার পথে এমন কিছু মানুষের দেখা মেলে, যারা সব সময়েই নিজের মতামতকে সবার উপরে গুরুত্ব দেয়। অন্যের কথা এরা যেমন শুনতে চায় না, তেমন অন্যের কথায় কোনো যু্ক্তি আছে কীনা সেটাও তারা মানতে বা বুঝতে চায় না। ব্যক্তিগত বা পেশাদারী জীবনে এমন মানুষের সঙ্গে যদি আপনাকে মানিয়ে চলতে হয় তাহলে তা কঠিন থেকে কঠিনতর…