গরমে করুণ অবস্থা! ত্বক ঠাণ্ডা রাখবে এই ফেসপ্যাকগুলি
প্রচন্ড গরমে আমাদের শরীরের মতো আমাদের ত্বকও নেতিয়ে পড়েছে। শুষ্ক ও রুক্ষ ত্বক চাইছে একটু আদ্রতা বা প্যাম্পারিং। কিন্তু এর মানেই যারা ভাবছেন যে এই দুপুর রোদে বেরিয়ে পার্লর গিয়ে তা করাতে হবে তারা ভুল ভাবছেন। বাড়িতেও একইভাবে এই যত্ন নেওয়া যায় যদি আপনি ত্বকের পরিচর্যা করতে চান তাহলে। এতে ত্বক ভালো ও উজ্জ্বল থাকবে…