২০২১ অস্কারে সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের শিরোপা পেল পিক্সারের ‘সোল’
ওয়াশিংটন : বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে দীর্ঘ অপেক্ষার অবসান। শেষ পর্যন্ত করোনাকে দূরে সরিয়ে রেখে আয়োজিত হল অস্কার। এই বছরের অস্কারে সেরার সম্মান যারা পেয়েছে তাদের মধ্যে অন্যতম হল পিক্সারের ‘সোল’ । সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম হিসেবে পুরস্কার দিতেছে এই ছবিটি। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অস্কার পুরস্কারের আসর বসে। তবে করোনার জেরে এই বছর দু-মাস…