সমীরা রেড্ডিকে ট্রোল! চরম শিক্ষা দিলেন তাঁর শাশুড়ি
মুম্বই: নায়িকা মানেই সে হবে সুন্দরী তরুণী এবং নিখুঁত। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তাঁকে হতেই হবে। তাঁকে পর্দাতে দেখলেই শত হৃদয়ে বিদ্যুৎ খেলে যাবে। বুকে উঠবে ঝড়। মনের দরজায় কড়ার নরচর। চোখের চাউনিতে জ্বলে উঠবে স্ফুলিঙ্গ, ঠোঁটের হাসিতে যেন বাগানে বসন্ত। এই সমস্ত ধারণাকে অনেকদিন আগেই বুড়ো আঙ্গুল দেখিয়েছেন টলিউড থেকে বলিউডের অভিনেত্রীরা। তবে তাও…