সবুজ আবেগে ভাঙল করোনা বিধি, মমতার বাড়ি সামনেই ভাঙছে বাঁধ
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে শুরু হয়েছে উচ্ছাস। তৃতীয়বার জয়ের দিকে তাঁরা এগিয়ে গিয়েছেন, এই ধরে নিয়েই আনন্দে গা ভাসিয়েছে তৃণমূল দলের সমর্থকরা। কিন্তু এই বাঁধ ভাঙা উচ্ছাসের মাঝে হারিয়ে যাচ্ছে করোনা বিধি। মাস্ক নেই, দূরত্ব বিধি তো নেই। চলছে আবির খেলা, খেলা হবে গান চালিয়ে নাচ, রসগোল্লা খাওয়ানো চলছে। কিন্তু নেই সেই করোনা বিধি। ইলেকশন…