স্বাভাবিক সময়েই দেশে বর্ষা, বঙ্গে আসবে কবে
নয়াদিল্লি : সবে বৈশাখ চলছে। এখনই হাওয়া অফিস জানিয়ে দিল দেশে কবে আসছে বর্ষা। লং রেঞ্জ ফোরকাস্ট বলছে যথা সময়েই দেশে আসবে বর্ষা। বিগত কয়েক বছরে বর্ষা কেরলে আসতো দুই একদিন দেরি করেছে। এবার আর তা হবে না। একদম দেরি করবে না বর্ষা। স্বাভাবিক সময়েই তা দেশে প্রবেশ করবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। কেরলে…