
মুম্বইয়ে জাহাজে আটকে পড়া ১২৫ জনকে উদ্ধার করল নৌসেনা
ঘূর্ণিঝড় তউকতে-র (Tauktae) বিধ্বংসী হামলায় মুম্বইয়ের (Mumbai) বার্জ পি ৩০৫-এ (barge P305) আটকে পড়া ১২৫ জনকে উদ্ধার (Rescue) করল যুদ্ধজাহাজ INS Kochi। ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) এই যুদ্ধজাহাজের কম্যান্ডিং অফিসার ক্যাপ্টেন সচিন সিকোরিয়া এদিন সাংবাদিকদের জানিয়েছেন, বার্জ পি ৩০৫-এ আটকে পড়া ১২৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও আরব সাগরে (Arabian Sea) হাওয়ার (Wind) গতিবেগ অত্যন্ত…