
মিম টিভি ইউএসএ সিলেট আইডল সুনামগঞ্জ প্রতিযোগীতা সম্পন্ন
মিম টিভি ইউএসএ আয়োজিত সিলেট আইডল ২০২২ গানের প্রতিযোগীতা দিনব্যাপী সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেখান থেকে ১৫ জনকে পরবর্তী রাউন্ডের জন্য বাছাই করা হয়। মিম টিভি আমেরিকা ও কানাডার বাঙালি কমিউনিটিতে বক্স টিভির মাধ্যমে সিলেট তথা বাংলাদেশের অনুষ্ঠান সম্প্রচার…