
“বিরাম” মুহিত খান
ইচ্ছে ছিল কত শত আপন হিয়ার মাঝে ইচ্ছেগুলো খেই হারালো লোলুপ তীরের কাছে। তীরের পিঠে পিষ্ট হলো ইচ্ছে ডানার পাখি শঙ্কা নিয়েই স্থবির চোখে ডাকছে এপার বুঝি। শান্ত মনের ছন্দতে তাই লাগছে হ য ব র ল পায়না খুঁজে শুভ্রাকাশ মেঘ জমেছে কালো। বিরাম হলেই বাজবে ঢোলে নৃত্য হবে সাজে আর ক’ টা দিন সুধাই…