রংপুরে বেগুনি ধানে রঙিন দিনের হাতছানি
সুজন আহম্মেদ, রংপুর: এ যেন প্রকৃতির ক্যানভাস! সবুজের গালিচায় মিশে আছে বেগুনি রঙের সমাহার। দূর থেকে সেই বেগুনি রঙ দ্রুতই চোখে পড়ে। তখন জাগে বিস্ময়! কেননা, সেখানে সমস্তই সবুজ। অন্য রঙের কোনো বংশ পর্যন্ত নেই। তাহলে বেগুনি এলো কোথা থেকে? এমন প্রশ্ন তখন স্বভাবতই জাগে মনে! তবে এটি শুধু রঙ নয়। এক প্রকারের বেগুনি রঙের…