আবার সেই দিন
শুদ্ধবার্তাটোয়েন্টফোরডটকম : আবার সেই ৭-১! হ্যাঁ, মাত্র তো বছর চারেক হলো। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে দেশের মাটিতে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ার দুঃস্মৃতি কতকাল যে ব্রাজিলকে বয়ে বেড়াতে হবে, কে জানে! বিশ্বের যে প্রান্তেই ব্রাজিলের মুখোমুখি হোক না কেন, জার্মানির খেলোয়াড়েরা প্রেরণা খুঁজতে ওই ম্যাচের স্মৃতি হাতড়াবেন। আর ব্রাজিল? দুঃস্বপ্নের ওই ম্যাচকে ভুলে যেতে পারলেই…