
জেল থেকে বেরিয়ে
ডেস্ক নিউজ : মুম্বাইয়ের আকাশে সেদিনই ‘ঈদের চাঁদ’ দেখা গিয়েছিল যে দিন বলিউডের ভাইজান সালমান খান জেল থেকে ছাড়া পেয়েছেন। তাঁর অগণিত ভক্ত সেদিন বলেছিল আজই তাঁরা ঈদ পালন করবেন। শুধু ভক্তরাই নয়, বলিউডে বয়ে গিয়েছিল খুশির হাওয়া, নেমে এসেছিল স্বস্তির নিশ্বাস। ২০ বছর আগে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সম্প্রতি যোধপুর আদালতে সালমান খান দোষী…