টিভিতে ফিরলেন ‘রাশি’
ডেস্ক নিউজ : ‘রাশি’ ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন গীতশ্রী। তার পর ‘দেবীপক্ষ’ ধারাবাহিকেও তাঁর অভিনয় দর্শকদের পছন্দ হয়েছিল। সে ধারাবাহিক শেষ হওয়ার পর প্রায় এক বছরের বিরতি নিয়েছিলেন। ফিরলেন ‘জামাই রাজা’ দিয়ে। দিন দশেক হল ‘জামাই রাজা’তে দেখা যাচ্ছে গীতশ্রীর অভিনয়। এখানে তাঁর চরিত্রের নাম দামিনী সেন। গীতশ্রীর কথায়, ‘‘আসলে এ ধরনেরই একটা লিড চরিত্রের…