বাঁচতে গেলে মেরে ফেল, কাঠুয়াকাণ্ডে ধর্ষক ছেলেকে বলেছিল বাবা
ডেস্ক নিউজ : হ্যাঁ, সে চেয়েছিল, কাঠুয়ায় ধর্ষিতা ৮ বছরের মেয়ে আসিফাকে মেরে ফেলা হোক। আর সেটা চেয়েছিল তার ছেলেকে বাঁচাতেই।কাঠুয়ার ঘটনার তদন্তকারী পুলিশকে জেরায় এ কথা কবুল করেছে প্রধান অভিযুক্তদের অন্যতম সানজি রাম।সানজি পুলিশকে জানিয়েছে, অপহরণের ৪ দিন পর সে জানতে পারে মেয়েটি ধর্ষিতা হয়েছে। আর সেই ঘটনায় জড়িত তার ছেলেও। তাই বেঁচে থাকলে, আসিফার…