
পাঁচ সন্তানের মায়ের জীবন্ত কবরে মৃত্যু
৩৫ বছর বয়সী নারী দেবেন্দ্রী। পাঁচ সন্তানের মা তিনি। ভারতের উত্তর প্রদেশে বসবাসকারী নারীর মৃত্যু হয় স্থানীয় এক ওঝার মনগড়া চিকিৎসায়। ২ মে দ্য মিররের প্রতিবেদনে জানানো হয়, রান্নার জন্য জঙ্গলে লাকড়ি খুঁজতে গিয়েছিলেন দেবেন্দ্রী। সেখানেই তাকে সাপে কাটে। স্ত্রীকে বাঁচাতে প্রথমে তার সাপে কাটা হাত মোটা শক্ত দড়ি দিয়ে টাইট করে বেঁধে দেন স্বামী মুকেশ।…