বিতর্কে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম
ডেস্ক নিউজ: সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পেরে কর্ণটকের কুর্সি থেকে পদত্যাগ করেছেন ইয়েদুরাপ্পা। কংগ্রেস-জেডিইউ জোট জয়ের পরই রাজ্যপাল নিয়ে মুখ খুলে বিতর্কে এবার কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। রাজ্যপাল প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘বাজুভাই বালা আনুগত্যের একটা নতুন রুপরেখা তৈরি করেছেন, হয়তো প্রত্যেক ভারতীয়ই এবার থেকে তাদের কুকুরের নাম বাজুভাই বালার নামেই রাখবে কেননা তার থেকে বেশি…