
পুলিশ পাহারায় ‘সতীত্ব পরীক্ষা’ ছাড়াই বিয়ে!
অনলাইন ডেস্ক: ভারতে ‘সতীত্বের পরীক্ষা’ নামে একটা সামাজিক ব্যাধি রয়েছে। যেখানে নতুন বউদের বিয়ের পর হোটেলে থেকে সতীত্ব পরীক্ষা দিতে হয়। বৌ ‘সতী’ কি না, তা জানতে হবে প্রথম রাতেই! তাই মোড়লই হোটেলের ঘর দেবেন। বিছানার সাদা চাদরটাও। সাঙ্গোপাঙ্গদের নিয়ে সারা রাত বসে থাকবেন বন্ধ দরজার ও-পারে। তার আগে ঘরে এক নারীকে পাঠাবেন মোড়ল। তিনি আপাদমস্তক…