ফের আসছে ‘কহানি ঘর ঘর কি’?
অনলআইন ডেস্ক: ১৬ অক্টোবর, ২০০০। শুরু হয়েছিল ‘কহানি ঘর ঘর কি’। জনপ্রিয় সেই ধারাবাহিক শেষ হয়েছিল ২০০৮-এ। দীর্ঘ আট বছর দর্শকদের চাহিদায় এই ধারাবাহিক চলেছিল। ফের যদি শুরু হয় ‘কহানি ঘর ঘর কি’? সেই সম্ভাবনার কথাই সম্প্রতি শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। ফের এই জনপ্রিয় ধারাবাহিক শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছেন খোদ একতা কপূর। যাঁকে এক সময় ‘টেলিভিশন কুইন’…