এক ‘সাহসী এসআই’ আবু মুসা
হাফিজুল ইসলাম চৌধুরী : আগের দিনের বাংলা ছবিতে প্রায়ই দেখা যেতো, ‘অপরাধে ঘেরা একটি এলাকায় আসে সৎ একজন পুলিশ অফিসার। যিনি পুরো এলাকাকে সৎ রাখতে চায়, মানুষকে নিরাপত্তা দিতে চায়, জনগনের সাথে বন্ধুর মত আচরণ করে। আপরাধীদের জন্য হয়ে উঠেন আতঙ্ক।’ হ্যাঁ, আদতেই অপরাধ প্রবণ- বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এমনই একজন পুলিশ কর্মকর্তা হলেন, এসআই আবু মুসা।…