কানাইঘাটে নতুন এএসপি অলক কান্তির শর্মা
পুলিশের কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন অলক কান্তি শর্মা। বুধবার(৫ জুলাই) বিকেল ৩টায় থানা প্রাঙ্গনে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কানাইঘাট সার্কেলের নবাগত এএসপি অলক কান্তি শর্মা তার বক্তব্যে বলেন, ৩৭তম বিসিএস এর মাধ্যমে তিনি পুলিশ প্রশাসনে এএসপি হিসেবে যোগদান করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপিতে কর্মরত থাকা…