
সনাতন ধর্মাবলম্বীদের ‘দণ্ড’ মহোৎসব শনিবার
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ‘চিড়া-দধি দন্ড’ মহোৎসব আগামী ১৫ জুন শনিবার। দন্ড মহোৎসব উপলক্ষে সিলেট ইসকন মন্দিরে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার ভোরবেলা মঙ্গল আরতির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে, সকালে গুরুপুজা ও ভাগবত সেমিনারের পর থাকছে চিড়া-দধি দিয়ে তৈরি রাধামাধবের মহাপ্রসাদ। শ্রীচৈতন্য চরিতামৃত থেকে পানিহাটি চিড়া-দধি দন্ড লীলা সম্বন্ধে জানা যায়, ‘চিড়াদধি…