
১ মিনিটে মাথা ব্যথা কমানোর কৌশল
মানুষের যেমন মাথা আছে তেমন মাথা ব্যথাও আছে। ব্যস্ততম জীবন, কাজের চাপ, সাংসারিক চাপ তো আছেই তার সঙ্গে এদিক সেদিক থেকে ছোটখাটো চাপ প্রতি মাসেই এক্সট্রা থাকেই। ফলে শরীরে অন্যান্য অসুস্থতা থাক বা না থাক মাথা ব্যথা বোধহয় একশো শতাংশ মানুষের কমন অসুখ। আর একবার মাথা ব্যথা ধরলে তা যতক্ষণ না কমছে কোন কাজই ঠিক…