
সিলেট মহানগর ছাত্রদল সভাপতির মাতার সুস্থ্যতায় গীতা পাঠ ও প্রার্থনা
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এর মাতার সুস্থ্যতা কামনা করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট ও বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম এর যৌথ উদ্যোগে গীতা পাঠ ও প্রার্থনা করা হয়েছে। ২০ জানুয়ারি সোমবার বিকেল ৪টায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমে এই প্রার্থনা করা হয়। প্রার্থনায় সুদীপ জ্যোতি এষ এর মাতার সুস্থ্যতা…