
Samsung-এর ফ্লিপ ফোন, প্রকাশ্যে এল এর ফার্স্ট লুক
নিউ ইয়র্ক: বিগত বেশ কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল বাজারে আসবে samsung এর নতুন ফোল্ডেবল ফোন। যার জেরে টেক প্রেমী মানুষদের মনে জাগছিল এক অসীম কৌতূহল। পাশাপাশি কোথায় এই ফোনের প্রাথমিক উদ্বোধন হবে তা নিয়েও ছিল এক আকর্ষণ। গত বছর থেকে এই ফোন সংক্রান্ত বেশ কিছু গুজব বাজারে এলেও সেই রকম বিশ্বাসযোগ্য হয়নি কোনটাই। তবে…