
লকডাউনের ফলে অনাহারে সিধু কানু মিশনের ২৫ জন
কিছু সংস্থা ও সমাজ প্রেমী মানুষের সহযোগিতায়। বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়িয়ে গান গেয়ে ভিক্ষা করে যে টাকা উপার্জন হত সেই টাকা দিয়ে চলত সিধু কানু মিশন। কিন্তু বর্তমানে দেশের লকডাউন পরিস্থিতিতে সংকট দেখা দিয়েছে। ওই সিধু-কানু মিশনের অনাথ সাঁওতাল ছেলে মেয়েদের দুবেলা-দুমুঠো খাওয়ার এখন বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের অন্তর্গত ভালিডুংরি নামক…