
৯/১১ হামলা: মামলা শেষ হতে আরও ‘২০ বছর
যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার কথা এলেই প্রথমে আসবে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নাম। তারপর ওই হামলার জন্য দায়ী হিসেবে যাঁর নাম আসবে, তিনি হলেন খালিদ শেখ মোহাম্মদ। যুক্তরাষ্ট্রের ‘৯/১১ কমিশন’ ও গোয়েন্দা সংস্থা বলছে, খালিদই ছিলেন ওই হামলার ‘মূল পরিকল্পনাকারী’। তিনিই বিন লাদেনকে এই ‘বিমান অভিযানে’ রাজি করিয়েছিলেন। ২০১১ সালের ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের…