মাংস ম্যারিনেট করার ৭ টিপস
মাংস রান্নার আগে ম্যারিনেট করা খুবই জরুরি। কারণ এই প্রক্রিয়াটির সময় ব্যবহৃত লেবুর রস, ভিনেগার, দইয়ে যে অ্যাসিড থাকে, তা মাংসের তন্তুগুলোকে নরম করে তোলে। এতে যেমন খুব সহজেই মাংস সেদ্ধ হয়ে, তেমনি স্বাদও বেড়ে যায় অনেক গুণে। মাংস সঠিকভাবে ম্যারিনেট করার কিছু জরুরি টিপস জেনে নিন। ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ম্যারিনেট করবেন…